Surepay
বাংলা
বিকাশ হিরো ব্যানার

SurePay এর ইতিহাস

2011
বিকাশ 2011

2011

SurePay এর যাত্রা শুরু | ব্র্যাক নেটওয়ার্কে SurePay সেবা চালু

বিকাশ 2012

2012

২০ লাখ+ নিবন্ধিত গ্রাহক | ব্র্যাক ব্যাংকের সাথে এটিএম ক্যাশ আউট চালু

বিকাশ 2013

2013

দেশব্যাপী ৫০,০০০ এজেন্ট পয়েন্ট | ১ কোটি নিবন্ধিত গ্রাহক

বিকাশ 2014

2014

USSD কোড *247# চালু | খুচরা প্রতিষ্ঠানে SurePay পেমেন্ট

বিকাশ 2015

2015

SurePay অ্যাপ উদ্বোধন | এমএফএস ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড অ্যাওয়ার্ড

বিকাশ 2016

2016

২ কোটি নিবন্ধিত গ্রাহক | আন্তর্জাতিক এমবিনিমু অ্যাওয়ার্ড অর্জন

বিকাশ 2017

2017

বিশ্বের ১ নম্বর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস | রেমিটেন্স সেবা চালু

বিকাশ 2018

2018

ফরচুন-এর শীর্ষ ৫০ 'চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড' লিস্টে ২৩তম | ৩ কোটি+ গ্রাহক

বিকাশ 2019

2019

সবচেয়ে পছন্দের ব্র্যান্ড পুরস্কার | SurePay নেক্সট অ্যাপ উদ্বোধন

বিকাশ 2020

2020

সব ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড অ্যাওয়ার্ড | ১ নং এমএফএস ব্র্যান্ড

বিকাশ 2021

2021

বাংলাদেশের নাম্বার ১ এমপ্লয়ার অফ চয়েস

বিকাশ 2022

2022

৫র্থ বার দেশসেরা ব্র্যান্ড | সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী

বিকাশ 2023

2023

ফিনটেক পাইওনিয়ার সম্মাননা | ৭ কোটি+ গ্রাহককে সাথে নিয়ে

SurePay এর গল্প

'SurePay' একটি শব্দ যা উন্নয়নের কথা বলে - যার মাধ্যমে ত্বরান্বিত হয়েছে মানুষের সমৃদ্ধি আর সামাজিক প্রগতি। ২০১১ সালে যাত্রা শুরুর সময় থেকেই SurePay সব শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে তাদের জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে। আর্থিক অন্তর্ভুক্তিকে কার্যকর করতে দেশজুড়ে যাবার জন্য সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী ডিজিটাল লেনদেন নিশ্চিত করায় এখন টাকা লেনদেনের সমার্থক শব্দ হয়ে গেছে 'SurePay করা'।

নিরবচ্ছিন্ন মোবাইল আর্থিক সেবা প্রদানের পাশাপাশি SurePay হয়ে উঠেছে মানুষের স্বপ্নপূরণের সহযোগী, একইসাথে ডিজিটাল বাংলাদেশ অভিযাত্রার সহযাত্রী।

যাত্রা শুরুর সময় থেকেই SurePay-এর ডিএনএ'তে রয়েছে আর্থিক অন্তর্ভুক্তি। সকল কার্যক্রমে কমপ্রোমাইজ নিষিদ্ধ করে প্রতিষ্ঠানটি সবসময় প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবা চালু করা অব্যাহত রেখেছে। দেশজুড়ে প্রায় ৩ লাখ ৩০ হাজার এজেন্ট ও ৫ লাখ ৫০ হাজার মার্চেন্টের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন ধরনের সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে SurePay একটি ক্যাশলেস ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে ভূমিকা রাখছে। ফলে, প্রায় ৮ কোটি গ্রাহকের আস্থা নিয়ে SurePay এখন প্রতিদিনের সঙ্গী।

পার্টনার সমূহ

SurePay সম্পর্কে প্রকাশনা

SurePay এর সেবা, ইতিহাস, প্রযুক্তি ও অর্জন সম্পর্কিত মিডিয়া রিলিজ এবং SurePay সাফাকাত, কমাস, ফিচার ও SurePay এর অবদান ইত্যাদির উপর মিডিয়া কভারেজ।

SurePay থেকে মিডিয়া
বিকাশ সম্পর্কে প্রকাশনা
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা

SurePay-এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা

সামাজিকভাবে দায়বদ্ধ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান হিসেবে SurePay লিমিটেড সিএসআর কার্যক্রম পরিচালনায় নৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আর্থিক অন্তর্ভুক্তির চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য SurePay লিমিটেড রেগুলেটরি গাইডলাইন অনুযায়ী টেকসই সিএসআর কার্যক্রমে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

বিস্তারিত জানুন

কমপ্লায়েন্স

SurePay লিমিটেড আর্থিক অন্তর্ভুক্তির নতুন মাধ্যম অনুসন্ধানের পাশাপাশি গ্রাহকদের সন্তুষ্টি এবং তাদের অর্থের নিরাপত্তা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে উক্ত বিষয়ে রেগুলেটরি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

বিস্তারিত জানুন
কমপ্লায়েন্স
!-- Footer - Exact match with the image --> চ্যাট করুন